ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ভাষাসংগ্রামী আব্দুর রশীদের মৃত্যুবার্ষিকী আজ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ৫ জুন ২০২০

মুক্তিযুদ্ধের সংগঠক ও সর্বদলীয় সংগ্রাম পরিষদের শেরপুর অঞ্চলের অন্যতম সদস্য ভাষাসংগ্রামী আব্দুর রশীদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ।

তিনি ১৯৩১ সালের ২৫ জানুয়ারি শেরপুর পৌর শহরের শেখহাটি মহল্লায় এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। শেরপুরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া একাডেমিতে পড়ার সময় তিনি ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। 

১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, বাষট্টির শিক্ষা কমিশন আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অবদান রাখেন। আইয়ুববিরোধী আন্দোলনের সময় তিনি কারারুদ্ধ হন। 

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করায় তিনি গ্রেপ্তার হন এবং ৯ মাস কারাভোগ করেন। অসাম্প্রদায়িক এ রাজনীতিক স্বাধীনতাবিরোধী রাজাকার, আলবদর, আল-শামস ও জামায়াত-শিবির এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি শেরপুর জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি